তেরো সেপ্টেম্বর খুলবে দেশের সব মেডিকেল কলেজ ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
১৩ সেপ্টেম্বর থেকে খুলবে সারাদেশের সব মেডিকেল কলেজ ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজসহ চিকিৎসা শিক্ষার কার্যক্রম সশরীরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব ধরনের সুরক্ষা নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে দেশের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এ সময় সবাইকে মাস্ক পরাসহ নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসহ বিভিন্ন পর্যায়ের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সিং ইনস্টিটিউটসহ কয়েক শ’ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে প্রায় দেড় লাখের মতো ছাত্র-ছাত্রী। প্রায় দু’বছর এদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি কমাতেই আপাতত প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের ক্লাস সরাসরি নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষাবর্ষের সরাসরি ক্লাস শুরু হবে।