‘ক্লিন ফিড’ ছাড়া বিদেশি টিভি চ্যানেল চালাতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামী ৩০ সেপ্টেম্বরের পর দেশে কোনো অবস্থাতেই ‘ক্লিন ফিড’ ছাড়া বিদেশি টিভি চ্যানেল চালাতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটর, আকাশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে এ তথ্য জানান তিনি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, এরপর থেকে নিস্ক্রিয় থাকবে ঢাকা ও চট্টগ্রাম শহরের এনালগ সিস্টেম। এছাড়া ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড হওয়ার মাধ্যমে ডিটিএইচ লাইসেন্স পাবে বেসরকারি প্রতিষ্ঠান, পাশাপাশি পে বা আধা পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করবে যে কোনো টেলিভিশন চ্যানেল।