বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি
- আপডেট সময় : ০৫:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নদীতীরের বন্যার্ত এলাকায় ভাঙ্গনের পাশাপাশি দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। সরকারি-বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছেন বন্যা কবলিত হাজারো দরিদ্র মানুষ।
সিরাজগঞ্জে সবগুলো পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে, বইছে বিপদ সীমার অনেক উপর দিয়ে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে নদীতীরবর্তী অঞ্চল। এদিকে, কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চর রক্ষায় নির্মিত বাঁধের ৭০ ফুট ধ্বসে যাওয়ায় ভাঙ্গণের মুখে পড়েছে নাটুয়াপাড়া বাজার। ধ্বসের কারণে আতংকে দিন কাটছে চর বাসিন্দাদের।
কুড়িগ্রামেও আরো অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দি হয়ে আছেন অন্তত ৮০ হাজার মানুষ। কাজ না থাকায় দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিতরা।সদর উপজেলার ভোগডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল-ডালসহ শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরেও বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।
টানা বৃষ্টিপাতে পাবনায়, শুক্রবার সকালে যমুনা নদীর পানি বেড়ে নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাদারীপুরে নদ-নদীর পানি বৃদ্ধির সাথে সাথে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, হুমকির মুখে রয়েছে গ্রামের স্কুল, মসজিদ, বাজার, কবরস্থান ও পাকাভবনসহ অনেক স্থাপনা।
টাঙ্গাইলে যমুনাসহ সব নদীর পানি বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল অংশে যমুনা নদীর পানি ০৯ সেন্টিমিটির বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে স্থানীয় ৫ উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দি রয়েছেন।
লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে হাতীবান্ধার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধায় আবারো বেড়েছে সব নদ-নদীর পানি।গত ১২ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
পদ্মা-যমুনাসহ মানিকগঞ্জে অভ্যন্তরিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যাকবলিত এবং পানিবন্দি মানুষ পড়েছেন চরম দূর্ভোগে।