একটি মাছধরা ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
অবৈধ অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের সময় একটি মাছধরা ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা। এসময় কোস্টগার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই মাছধরা ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের কলকাতার বিভিন্ন এলাকায়। এর আগে গত ৮ আগস্ট ওই একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করেছিল কোস্টগার্ড।