দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উজানের ঢলে প্লাবিত হয়েছে নতুন- নতুন এলাকা। খাদ্যসংকটে পড়েছেন বানভাসি মানুষ।
দুই সপ্তাহ ধরে চলমান বন্যায় কুড়িগ্রামে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকট। জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদান করা হলেও তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের।
যমুনা নদীর পানি কাজিপুর থেকে সিরাজগঞ্জ হয়ে ভাটি এলাকা শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট পর্যন্ত বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফরিদপুরেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন-নতুন অনেক এলাকা।