জিয়ার লাশ নিয়ে ইতিহাসের সত্যকে আড়াল করতেই বিএনপিই এখন আবোল-তাবোল বলছে
- আপডেট সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের সত্যেকে আড়াল করতেই বিএনপিই এখন আবোল-তাবোল বলছে ।এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বাসভবনে ব্রিফিং এ বিএনপি নেতাদের সমালোচনার জবাবে এ মন্তব্য করেন তিনি।করোনার টিকা নিয়েও বিএনপি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে শনিবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় না থাকার হতাশায় এখন স্বাভাবিক রাজনীতিও করতে পারছে না ক্ষমতা নির্ভর বিএনপি।
দুর্নীতি ও করোনার টিকা নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগেরও জবাব দেন ওবায়দুল কাদের।
এদিকে দুপুরে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ সেমিনার এবং প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে বিএনপির গণঅভ্যুত্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
অন্যদিকে, নির্বাচন কমিশন ঘোষিত কুমিল্লা-৭ আসনের উপ নির্বাচনসহ বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র সংগ্রহ শুরু করছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। শনিবার প্রথম দিনে ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংসদ সদস্যের জন্য ৩টি এবং উপজেলা চেয়ারম্যান পদের জন্য ৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করে আগ্রহীরা।