সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।
ফলাফল জানতে ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভীড় করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। চলতি বছরের ১১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ-চৌধুরী মারা যাওয়ায় শূন্য হয় আসনটি।