আপাতত সপ্তাহে একদিন করে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে ক্লাস নেয়ার পরিকল্পনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও আপাতত সপ্তাহে একদিন করে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে ক্লাস নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে পর্যায়ক্রমে দিনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি আরো জানান, আগামী এসএসসি ও এইসএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এছাড়া এসাইনমেন্ট প্রক্রিয়া এখনকার মতোই স্বাভাবিক নিয়মে চলবে। করোনা পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন পদ্ধতির সিলেবাসও তৈরী করা হয়েছে বলে জানান তিনি।