সরকারি জমি উদ্ধার করতে গিয়ে দখলবাজদের হামলায় ৮ বন কর্মকর্তা-কর্মচারী আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে দখলবাজদের হামলায় ৮ বন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, জোয়ারিয়ানালার একদল ভূমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে চেয়েছিল। কিন্তু বন বিভাগের লোকজন তাদের বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা বনকর্মকর্তাসহ কয়েকজন বনকর্মীর ওপর হামলা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে আসা হয়।