বিক্ষোভরত আফগান নারীদের মারধর করেছে তালেবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিক্ষোভরত আফগান নারীদের মারধর করেছে তালেবান। তালেবান শাসনের অধীনে রাজীতিতে নারীদের অধিকারের দাবিতে শুক্রবার ও শনিবার কাবুলের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন আফগান নারী অধিকার কর্মীরা। সেখানে তালেবানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেয়া এক আফগান নারী মাথায় আঘাত পেয়েছেন এবং তার মুখে রক্তের ছাপ দেখা যায়। নার্গিস সাদ্দাত নামে ওই নারী অধিকার কর্মী অভিযোগ করেছেন, শনিবার বিক্ষোভে অংশ নিলে তালেবানরা তাদের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে চাইলে তালেবান তাদের বাধা দেয় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ফাঁকা গুলি ছোড়ার পরও বিক্ষোভরত নারীদের সরাতে না পেরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তালেবান।