বিএনপি ও জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ আছে এমন সরকারী কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপি ও জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ আছে- এমন সরকারী কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
দুপুরে বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন ও বিএফডিসির নতুন কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে এমন হুঁশিয়ারি জানান তিনি। তিনি আরো বলেন, খালেদা জিয়া কখনও জিয়া হত্যার বিচার চাননি। কারণ জিয়ার মৃত্যুতেই তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এখন খুনী জিয়ার সন্তান লন্ডন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর তা বাস্তবায়নে এদেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে কিছু দালাল। এদেরকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। পড়ে বিটিভি কেন্দ্রের নতুন নিউজ স্টুডিও উদ্বোধন করে পুরো কেন্দ্র ঘুরে দেখেন। বলেন, এফডিসির চট্টগ্রাম কেন্দ্র চালু হলে এখানকার নির্মাতারা উপকৃত হবে।