সাভার ও গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা : আগুন এখন নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায়- পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক কলোনীর ৭টি রুম।
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখানের ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সবখানে ছড়িয়ে পড়ে।