১৭ অক্টোবরের আগে খুলছে না দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো
- আপডেট সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
১৭ অক্টোবরের আগে খুলছে না দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যারা এখনো টিকা নেননি ,তাদের সেপ্টেম্বরের মধ্যেই টিকার আওতায় আনার বিষয়ে রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উপাচার্যরা বলছেন, দীর্ঘদিন ক্যাম্পাস,হলগুলো বন্ধ থাকায় সেগুলো সংস্কারে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এরপরে ধাপে ধাপে খোলা হবে বিশ্ববিদ্যালয়।
প্রায় দেড়বছর পর ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ এবং ১৩ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে দেশের সব মেডিকেল কলেজ । আর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চলতি মাসেই শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের টিকা দেয়াসহ কিছু রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
১৫ সেপ্টেম্বর পর্যন্ত টিকা নেয়া শিক্ষার্থীদের একটি পরিসংখ্যান পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে পদক্ষেপ নেবে কতৃপক্ষ। ক্যাম্পাস খোলার বিষয়েও নেয়া হয়েছে একটি রোডম্যাপ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ আবাসিক শিক্ষার্থী টিকার আওতায় এসেছে । তবে হলগুলোর সংস্কারে আরো মাসখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।সংস্কার কাজ বাকি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোরও। অক্টোবরের মাঝামাঝি ক্যাম্পাস খোলার প্রস্তুতি নিচ্ছে কতৃপক্ষ।
শর্ত মেনে অক্টোবরে আগে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সম্ভবনা নেই বলেই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে।