কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুরে মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতরা হলেন, সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগম। স্থানীয়রা জানায়, রোববার রাতে একদল দুর্বৃত্ত ডা. সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় তারা স্বামী-স্ত্রীর হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের কেউ তাদের শনাক্ত করতে পারেনি । কুমিল্লা কোতয়ালী থানার পরিদর্শক কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।