করোনা ও ডেঙ্গু মোকাবিলায় ব্যার্থ হয়ে সরকার জিয়ার প্রসঙ্গে অপ্রাসঙ্গিক বিতর্কের অবতারণা করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা, ডেঙ্গু মোকাবিলায় ব্যার্থ হয়ে সরকার জিয়ার মাজার প্রসঙ্গে অপ্রাসঙ্গিক বিতর্কের অবতারণা করেছে। আওয়ামী লীগ নিজেরাই প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানো সরকারের মূল উদ্দ্যেশ্য। তিনি বলেন, জিয়ার মরদেহ পাওয়ার পর তার পোস্টমর্টেম করা হয়েছে, তার রিপোর্ট জাতিকে দেখানো হয়েছে, এরপর অন্য কোনো বিতর্ক থাকতে পারে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।