আঠারো বছরের কম বয়সীদেরও টিকা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
১৮ বছরের কম বয়সীদেরও টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এ নির্দেশ দেন। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রাপ্যতা নিশ্চিত হলে সবাইকে টিকার আওতায় আনা হবে। মন্ত্রিপরিষদের বৈঠকশেষে সচিব জানান, তিন বিমানবন্দরে দ্রুত সময়ের মধ্যেই পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে।
সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে সরকার।
দেশে করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসে আরও আড়াই কোটি টিকা পাওয়ার কথা রয়েছে।
পরে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, ২/৩ দিনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় দুর্গত এলাকায় প্রশাসন ও দায়িত্বশীলদের আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।