ঋণ দেয়ার কথা বলে, লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে “রূপান্তর মানবিক উন্নয়ন কেন্দ্র”
- আপডেট সময় : ০৮:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নেত্রকোনায় বড় ধরনের ঋণ দেয়ার কথা বলে, লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে “রূপান্তর মানবিক উন্নয়ন কেন্দ্র” নামের একটি ভূয়া প্রতিষ্ঠান। ধার-দেনা করে টাকা জমা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন গ্রামের অনেক সহজ-সরল মানুষ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রায় দু’মাস আগে নেত্রকোনা পৌর শহরের বারহাট্টা রোড এলাকায় ফ্ল্যাট ভাড়া নেয় অনুমোদনহীন ভুয়া প্রতিষ্ঠান “রূপান্তর মানবিক উন্নয়ন কেন্দ্র”। পরে, সদর উপজেলার কুনিয়া, হলুইদাটি, মুন্নাচটি, কার্লিসহ আরো অন্যান্য গ্রামের মানুষকে সমিতির সদস্য করে টাকা আদায় করে প্রতিষ্ঠানটি। ধার-দেনা এবং সুদে টাকা এনে জমা দেয় অনেক দরিদ্র পরিবার। ১০ হাজারে এক লাখ এবং পাঁচ হাজারে ৫০ হাজার ঋণ দেবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
১৬ আগস্ট ঋণ তুলতে গিয়ে অফিস বন্ধ পায় অনেকে। সাইনবোর্ড উঠিয়ে দরজায় তালা দিয়ে উধাও হয়ে গেছে সমিতির লোকজন। এতে সর্বস্বান্ত হয়েছে গ্রাহকরা।
এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। টাকা ফেরত ও ভুয়া প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, সমাজসেবা কর্মকর্তা।
লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।