দেড় বছর বন্ধ থাকায় রাজশাহীর অনেক স্কুল এখন ঠিকাদারদের দখলে
- আপডেট সময় : ০৯:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
দেড় বছর বন্ধ থাকার সুযোগে রাজশাহীর অনেক স্কুল চলে গেছে ঠিকাদারদের দখলে। নির্মাণ সামগ্রী ফেলে রাখায় পাঠদান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদের দাপটে অসহায় শিক্ষকরা। বার বার তাগাদা দিয়েও ফল মিলছে না। তবে এলজিইডি বলছে, ক্লাস চালুর আগেই নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্ট ঠিকাদারদের চিঠি দেয়া হয়েছে।
রাজশাহীর চারঘাট উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একপাশে চলছে নতুন ভবন নির্মাণ। মাঠজুড়ে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। আর শ্রেণীকক্ষে আবাস গড়েছেন শ্রমিকরা। পুরো স্কুলটাই দখলে নিয়েছেন ঠিকাদার। স্কুলে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।
করোনাকালে এই উপজেলার অন্তত ২০টি স্কুলে নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ শুরু হয়। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় ভবনের দখল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। বার বার অনুরোধের পরও তারা সরছে না বলে অভিযোগ করছে শিক্ষকরা।
তবে এলজিইডি বলছে, স্কুলগুলো ফাঁকা করতে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়া হয়েছে।
দেড় বছর পর স্কুল আঙিনায় ফেরার খবরে আনন্দিত শিক্ষার্থীরা।
বিভিন্ন স্কুলে ঝটিকা সফরে বের হন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এসময় তিনি অনেক স্কুলেরই বেহাল দশা দেখতে পান।
সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানই খোলার কথা। ক্লাস নেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে স্কুল-কলেজগুলো।