মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে ৫ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে

- আপডেট সময় : ০১:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে ৫ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে হাফেজ মোহাম্মদ আমিনকে দিয়ে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এছাড়াও সাইফুল আবছার ও মো. শওকত আলীকে আদালতে উপস্থিত রাখা হয়েছে। এখন পর্যন্ত মামলায় চার জন সাক্ষী দিয়েছেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামী পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামীকে আদালতে তোলা হয়। গত ২৩ থেকে ২৫ আগস্ট প্রথম দফায় সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালত নোটিশ দিয়েছিলেন। ওই তিনদিনে মামলার বাদী ও ২ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়। গত রবিবার থেকে দ্বিতীয় দফায় প্রথম ও দ্বিতীয় দিনে মামলার দুই জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় বুধবার পর্যন্ত আদালতের নোটিশ পাওয়া অপর ১১ জনের সাক্ষী ও জবানবন্দি প্রদান করার কথা রয়েছে।