আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দিতে পারেন মোল্লা মুহম্মদ হাসান আখুন্দ
- আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার নন, আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দিতে পারেন মোল্লা মুহম্মদ হাসান আখুন্দ। তালেবানের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাই সরকার প্রধান হিসেবে হাসান আখুন্দের নাম প্রস্তাব করেছেন। বুধবারই আখুন্দের নেতৃত্ব কাবুলে নতুন সরকার দায়িত্ব নিতে পারে বলে জানা গেছে। কাতারের দোহায় শান্তি আলোচনায় অংশ নেওয়া তালেবান নেতৃত্বের বড় অংশই সরকারে থাকবেন না বলেও শুনা যাচ্ছে। যদিও এর আগে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, তালেবানের মন্ত্রিসভার ৮০ ভাগই থাকবে দোহা টিমের সদস্য। এদিকে, তালেবান সরকারের মন্ত্রিসভায় মোল্লা আবদুল গনি বারাদার ও মোল্লা আব্দুস সালাম গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। তালেবান সরকারে হাসান আখুন্দকে রাষ্ট্রপ্রধানের পদ দেওয়া হতে পারে।