পাবনায় গণপূর্তের এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাবনায় গণপূর্তের এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ পাওয়া গেছে।
গণপূর্ত বিভাগের বেশ কিছু কাজ নির্দিষ্ট সময়ে শেষ করেননি নূর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোকছেদুল আলম নয়ন। বারবার তাগাদা দিয়েও এর কোন সুরাহা করা যায়নি। সোমবার দুপুরে এ নিয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে যান ঠিকাদার নয়ন। এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার অসমাপ্ত কাজগুলো শেষ করার তাগাদা দিলে তাকে প্রকৌশলী সাত্তারকে কিল ঘুষি ও লাথি মারেন ওই ঠিকাদার। এ সময় চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।