কুমিল্লায় হোমিও চিকিৎসক ও তার স্ত্রীকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৩ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুমিল্লায় হোমিও চিকিৎসক ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় পুত্রবধূসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুত্রবধূ শিউলির পরিকল্পনায় কিলিং মিশনে অংশ নেন তার পরকীয়া প্রেমিকসহ তিনজন। প্রথমে নামাজরত অবস্থায় থেকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় শাশুড়ি সফুরা বেগমকে। পরে ঘাতকরা অপেক্ষা করছিল বাহিরে থাকা শ্বশুর পল্লী চিকিৎসক বিল্লাল হোসেনের জন্য। পরে তিনি বাসায় ফিরলে একই কায়দায় তাকেও হত্যা করে পালিয়ে যায় ঘাতক চক্র। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শিউলীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য খুঁজে পায় পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ঘাতক জহিরুল ইসলাম সানিকে নগরীর চর্থা এবং তুহিনকে জেলার বরুড়া থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনা স্বীকার করে।