জনগণের সাথে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আরো মানবিক আচরণ করা উচিত
- আপডেট সময় : ০৭:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জনগণের সাথে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আরো মানবিক আচরণ করা উচিত বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে– এমন কোনো নীতি নেই। কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরষ্কার আছে, কিন্তু দায়িত্ব অবহেলা বা দুর্নীতি করলে কোন ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ফরহাদ হোসেন। সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি আরো বলেন, স্বচ্ছ, জবাবদিহিতামূলক সরকার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে গণমাধ্যমের মুখোমুখি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, জনগনের প্রাপ্য সেবা নিশ্চিত করতে সব খাতকে ডিজিটালাইজড করা হয়েছে।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি এখতিয়ারের বাইরে কারোরই আচরণ করা উচিত নয়। জনগনের সাথে দুর্ব্যহার করা দুর্নীতিরই সামিল।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসন ক্যাডারের ৫৫ জন কর্মকর্তাকে লঘু ও গুরুদণ্ড দেওয়া হয়েছে। আর শৃঙ্খলা ভঙ্গের ৪৯টি মামলা বিচারাধীন।
সরকারি সব কর্মকর্তাকেই ৩ বছর পর পর সম্পদের হিসেব দিতে হবে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোন অস্বচ্ছতা বা ব্যত্যয় থাকলে মামলা করা হবে।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাজনীতিকদের মতানৈক্য কাটাতে স্থানীয় পর্যায়ে ১৫ দিন পর পর বৈঠক করার নির্দেশনার কথাও জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।