সারাদেশে গণটিকার ২য় ডোজ নিতে উপচে’ পড়া ভীড়
- আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম। সকাল থেকে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে দীর্ঘ লাইনে দাঁড়ান টিকা প্রত্যাশীরা। কোন ধরনের ঝামেলা ছাড়াই টিকা নিতে পারায় সন্তোষ প্রকাশ করেন তারা। এ কার্যক্রম চলবে আরো দু’দিন।
এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বনানীর একটি টিকা কেন্দ্রের চিত্র। মঙ্গলবার সকাল থেকে ফটকের বাহিরে এবং ভেতরে এভাবেই দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা গণটিকার দ্বিতীয় ডোজ নিতে আসা আগ্রহীদের।
সকাল ৯টা থেকে টিকা গ্রহনের সময় নির্ধারিত থাকলেও ঝামেলা এড়াতে আগে ভাগেই লাইনে দাঁড়ান অনেকেই। এতে কিছুটা হলেও ভোগান্তির সৃষ্টি হয়। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর অভিযোগ থাকলেও সময়মত দু’টি ডোজই সম্পন্ন হওয়ায় সন্তুষ্টির কথা জানান তারা।
টিকা প্রদানে হয়রানিসহ অনাকাঙ্খিত যে কোন ধরনের ঝামেলা এড়াতে প্রতিটি কেন্দ্রেই রয়েছেন সিটি করপোরেশনের সেবাকর্মীরা। আর সর্বোচ্চ সেবা দেয়ায় প্রত্যয়ের কথা জানান স্বাস্থ্যকর্মীরাও।
প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ৭০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই সিটি করপোরেশন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচির এ কার্যক্রম চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।