জামায়াতের সেক্রেটারী জেনারেলসহ ৯ জনের চারদিন করে রিমান্ড
- আপডেট সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতের সেক্রেটারী জেনারেল- মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চারদিন করে রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এ রিমান্ড আদেশ দেয়।
গোলাম পরওয়ার ছাড়াও রিমান্ডে নেয়া হবে- জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সদস্য আব্দুর রব, অধ্যাপক ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, কর্মী মনিরুল ইসলাম ও আব্দুল কালামকে। এদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আসামী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে সোমবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে ভাটারা থানা পুলিশ। রাতেই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয় পুলিশ।