আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে : আখুন্দজাদা
- আপডেট সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে বলে জানিয়েছে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ।
ইংরেজি ভাষায় দেয়া বিবৃতিতে আখুন্দজাদা জানান, ইসলামি আইনের সঙ্গে সংগঠনটি সব আন্তর্জাতিক আইন,চুক্তি ও প্রতিশ্রুতি বাস্তবায়িত করবে,যা । বিবৃতিতে তিনি আফগানদের অভিনন্দন জানান এবং দেশ বিদেশি শাসন থেকে মুক্ত হয়েছে বলে আখ্যায়িত করে লোকজনকে দেশত্যাগ না করার আহ্বান জানান।
এরআগে তালেবানের প্রতিষ্ঠাতাদের অন্যতম মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয় । এই সরকারে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আলোচিত তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদার। একই দায়িত্ব পেয়েছেন মৌলভী আব্দুল সালাম হানাফি।
মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম জানান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। পুরোপুরি গোষ্ঠীটির নেতা দিয়ে সজ্জিত এর কাঠামো; মন্ত্রিসভায় নেই কোন নারী। সরকারের ঘোষণা দেয়ার পরপরই, সুপ্রিম লিডারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে পুরোপুরি ইসলামী শরিয়াহ্ অনুযায়ী দেশ শাসনের নির্দেশনা দেয়া হয় দায়িত্বপ্রাপ্তদের। বাকি মন্ত্রীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির।