বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে অলিগলি খোঁজে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি; তারা অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে অলিগলি খোঁজে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ এ দেশকে আত্মমর্যাদাশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চাইলেও বিএনপি অপরাজনৈতির মাধ্যমে দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের ।
সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিং এর অংশ হিসেবে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কদের।
বলেন, বিএনপি বাংলাদেশকে তাবেদার ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা জনগণের কাছে যেতে সাহস না পেয়ে কথায় কথায় বিদেশিদের কাছে ধর্না দেয়, তারাই প্রকৃত তাবেদার।
আওয়ামীলীগ সাধারন সম্পাদক বলেন, দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, লুটপাট করতে হাওয়া ভবন তৈরি করেছিল, তারাই এখন দুর্নীতির নিয়ে সরকারের সমালোচনা করছে।
বিএনপির রাজনীতি আজ জননিন্দিত বলে মন্তব্য করেন, ওবায়দুল কাদের ।