অনেকটা গম্ভীরমুখে আদালত থেকে বের হয়ে আসেন প্রদীপের আইনজীবী

- আপডেট সময় : ০৯:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় ধাপের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। শেষ দিনে সাক্ষ্য দিয়েছেন ৬ নং সাক্ষী শামলাপুর বায়তুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আগামী ২০ থেকে এ মামলার তৃতীয় দফার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
অনেকটা গম্ভীরমুখে আদালত থেকে বের হয়ে আসেন বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের প্রধান আইনজীবী রানা দাশ গুপ্ত।
এরপর সাংবাদিকদের বলেন, সাক্ষিদের জবানবন্দিগুলো অতিরঞ্জিত, মিথ্যা।
আর বাদী পক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানালেন, সাক্ষিদের সব জবানবন্দি ঠিক আছে। তারা প্রত্যক্ষদর্শী।
অন্যদিকে ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী মসজিদের ইমামের জবানবন্দিকে প্রশ্নবিদ্ধ করাটা আসামী পক্ষের আইনজীবীদের উচিৎ হয়নি বলে জানিয়েছেন বাদী পক্ষের সিনিয়র এই আইনজীবী।
২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার পর তার বড় বোন বাদী হয়ে করা মামলায় ৮৩ সাক্ষির মধ্যে সাক্ষ্য নেয়া হয়েছে মাত্র ৬ জনের।