আওয়ামী লীগ এখন অর্থ উপার্জনকারী একটি দলে পরিণত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ এখন অর্থ উপার্জনকারী একটি দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করা যায়না, কারণ তারা জনগণের মুক্তির স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা ও মালিকানাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শুধু মাত্র কিছু ব্যক্তি কিছু আমলার সাথে যোগসাজশে সমগ্র দেশকে তারা শোষণ করছে। খালেদা জিয়ার স্থায়ী মুক্তির ব্যাপারে তিনি বলেন, একটা সম্পূর্ণ সাজানো মামলায় তাকে সাজা দিয়ে তাঁর প্রাপ্য জামিনের অধিকার থেকেও তাঁকে বঞ্চিত করেছে সরকার।