বিক্ষোভের মুখেই পথচলা শুরু করল তালেবানের নবগঠিত অন্তর্বর্তী সরকার
- আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সরকারবিরোধী বিক্ষোভের মুখেই পথচলা শুরু করল তালেবানের নবগঠিত অন্তর্বর্তী সরকার। সব জাতি-গোত্র নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েও শেষপর্যন্ত কথা রাখেনি তালেবান। গতবারের মতোই কট্টর একক ও তালেবান নেতাদের নিয়েই সরকারের যাত্রা শুরু করেছে।
জনরোষের শুরুটাও সেখান থেকেই। সবচেয়ে বেশি ক্ষেপেছে নারী সমাজ। মন্ত্রিসভায় নারীদের রাখার কথাও রাখেনি তালেবান। উলটো নারীশিক্ষায় নতুন ডিক্রি জারি করেছে-হিজাব, নেকাব বাধ্যতামূলক। শ্রেণিকক্ষেও ছেলেমেয়ের মাঝে পর্দা টাঙানোর নতুন আইন করেছেন তালেবান উচ্চশিক্ষামন্ত্রী। এসব নিয়েই ভেতর ভেতর ফুসে উঠেছে গোটা আফগান সমাজ। কাবুল হেরাতসহ দেশটির বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ। বুধবার রাজধানী কাবুলে তালেবানবিরোধী সমাবেশ ছত্রভঙ্গ করে সশস্ত্র যোদ্ধারা। অন্যদিকে আফগান গণমাধ্যম রিপোর্ট করেছে উত্তর-পূর্ব শহর ফৈজাবাদে একটি বিক্ষোভ বড় হতে দেয়নি তালেবান। মঙ্গলবার রাজধানী এবং হেরাত শহরে শত শত মানুষ বিক্ষোভ করে, যেখানে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়। এ রকম অব্যাহত বিক্ষোভের মুখেই পথচলা শুরু করেছে তালেবান সরকার।