যশোরে ফসল চাষে ফলন বৃদ্ধির কলাকৌশল বিষয়ক কর্মশালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে যশোরের সবজি, ফুল ও অন্যান্য ফসল চাষে ফলন বৃদ্ধির কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলার ৩০জন কৃষি কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।কর্মশালায় যশোরের সবজি, ফুল, ধান, তেলবীজসহ অন্যান্য অর্থকরী ফসল চাষে আধুনিক পদ্ধতির সর্বোচ্চ ব্যবহার ও চাষী পর্যায়ে তা ছড়িয়ে দেয়ার বিষয়ে অধিক গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।