করোনায় নড়বড়ে চিকিৎসা ব্যবস্থার নাজুকতা আরো প্রকট করে তুলেছে ডেঙ্গু
- আপডেট সময় : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা মহামারীর মাঝে নতুন আতঙ্ক হিসেবে হাজির হয়েছে ডেঙ্গু। করোনা মোকাবেলা করতে গিয়ে নড়বড়ে চিকিৎসা ব্যবস্থার আরও নাজুক পরিস্থিতি প্রকট করে তুলেছে ডেঙ্গু। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে বড়দের চেয়ে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি এড়াতে এখনই সমন্বিত কর্মসূচি গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা গেলে ডেঙ্গু মোকাবিলা কঠিন নয় বলেও জানান তারা।
বাংলাদেশে ২৯ প্রজাতির মশা থাকলেও এডিস মশা দ্বারা সংক্রমিত ডেঙ্গু এ বছর মহামারী আকার ধারণ করেছে। বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ১ হাজার ২৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৩ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের বেডে এভাবেই দিন পার করছেন এসব শিশু ও তার অভিভাবকরা। শয্যাপাশে বসে প্রিয় সন্তানের সুস্থ্যতায় সেবা করছেন তারা।
রাজধানীতে এমন মশার উৎপাতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরকে দুষছেন ভুক্তভোগীরা।
বিশেষজ্ঞরা বলছেন, এবারের ডেঙ্গুর মিউটেশন আগের চেয়ে বেশি। এটি ডেঙ্গুর নতুন ভেরিয়েন্ট।
এই ডেঙ্গু ভাইরাস শিশুদের বেশি আক্রমণ করে।ফলে তীব্র প্রকোপে শিশুরা মৃত্যুযন্ত্রনা ভোগ করে। আবার অনেকেই ঢলে পড়ে মৃত্যুর কোলে।
একটু সচেতন হলেই ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেকে ও শিশুকে রক্ষা করা সম্ভব।