গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়।
স্বাস্থ্যবিধি মেনে এতে যোগ দিয়েছেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। এ বৈঠকেই নির্ধারিত হবে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে কে হবেন নৌকার দাবিদার। এর আগে নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। চলে বুধবার পর্যন্ত। সেখানে কুমিল্লা-৭ আসনসহ আরও বেশ কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলীয় ফরম বিক্রি করা হয়।