নিরপেক্ষ সরকার ও কমিশনের অধীনে নির্বাচন চায় বিএনপি
- আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকার ও কমিশনের অধীনে নির্বাচন চায় বিএনপি। এ পদ্ধতি ছাড়া কোন নির্বাচন আর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতার ৫০ বছর পরে এখনও দেশের নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় বিএনপি মহাসচিব আরো বলেন, তারআগে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্ত করে দিতে হবে। তিনি মন্তব্য করেন, দেশ আজ কঠিন সময় পার করছে। গনতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। জনগনের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। একটি পরিবার ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ তাই চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে নির্বাচন চাইছেন তাতে শুধু আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে। প্রহসনের কোন নির্বাচন আর হতে দেয়া যাবে না বলেও জানান মির্জা ফখরুর। বিচারবিভাগ, পুলিশ, প্রশাসন সব কিছুতেই দলীয়করণ হয়েছে।