কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত
- আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত। এছাড়া বিভিন্ন সময়ে শূন্য হওয়া ৯টি উপজেলা পরিষদ ও ১ টি পৌরসভায় প্রার্থীতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সকালে মনোনয়ন বোর্ডের যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার সকালে শুরু হয় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এতে যোগ দেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা।
গত ৩০ জুলাই সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ মারা গেলে শূন্য হয় কুমিল্লা ৭ আসন। পরে এ আসনে নৌকা পেতে মননোনয়ন পত্র কেনেন ৮ জন। কিন্তু জনপ্রিয়তা ও অন্যান্য বিষয় বিবেচনায় সবাইকে পেছেন ফেলে দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকেই মনোনীত করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রাণ গোপাল দত্ত বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
এছাড়া বোর্ডের সবার মতামতের ভিত্তিতে ৯টি উপজেলা ও একটি পৌরসভার প্রার্থী চূড়ান্ত করে ক্ষমপ্রাসীন দল। যশোর সদর উপজেলা পরিষদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়ায় নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ সদরে মোহাম্মদ সামসুল ইসলাম ভুঁইয়া, নরসিংদী সদরে আফতাব উদ্দিন ভূইয়া, কিশোরগঞ্জ উপজেলা রকিবুল হাসান চৌধুরী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদে রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তিতে নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীলের প্রার্থীতা চূড়ান্ত করেছে বোর্ড। আর রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস নির্বাচন করবেন নৌকা প্রতীকে।