শিক্ষার্থীদের বরনে, শেষ সময়ের প্রস্তুতি রাজধানীর স্কুল কলেজগুলোতে
- আপডেট সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ইতিহাসের রেকর্ড বন্ধের পর, শিক্ষার্থীদের বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে রাজধানী ঢাকার স্কুল-কলেজগুলোতে। করোনা ও ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সেজেছে প্রতিষ্ঠানগুলো। মাস্ক ছাড়া কোন শিক্ষার্থী প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে পারবেন না অভিভাবকরাও। প্রতিদিন ক্লাস হবে মাত্র দুটি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান।
প্রায় দেড় বছর পর রোববার খুলছে দেশের স্কুল কলেজগুলো।প্রতিদিন ক্লাস হবে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ও ক্লাস ফাইভের শিক্ষার্থীরা। বাকিদের একদিন সরাসরি পাঠদান হবে। প্রতিষ্টানগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
ক্লাসরুম পরিষ্কারের পাশাপাশি,মাস্ক,সেনিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। শরীরের তাপমাত্রার মাপার যন্ত্র প্রস্তুত করা হয়েছে। সচেতন করার জন্য লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন ।
ক্লাস চলাকালীন যেন বিধিনিষেধ মানা হয়,সে বিষয়টি খেলাল রাখা হবে বলে জানালেন শিক্ষিকরা
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করেন স্খানীয় কাউন্সিলর।
আবার শিক্ষার্থীদের পদচারনায় মুখর হবে শিক্ষা প্রতিষ্টান। এ কারনেই শেষ সময়েই পাঠদানের প্রস্তুতিও সারছেন শিক্ষিকারা।