আশুলিয়ার চাঞ্চল্যকর ১৮টি স্বর্নের দোকানে গণডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সাভারে আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৮টি স্বর্নের দোকানে চাঞ্চল্যকর গণডাকাতির ঘটনায় জড়িত ৯ ডাকাতকে গ্রেফতার করেছে নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সীবোটে ১৪/১৫ জনের ডাকাতদল গুলি করতে করতে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশও ৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছে থেকে ২টি বিদেশী পিস্তল, গুলি, কার্টার, দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আসামীদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নয়ারহাট ও গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির কথা স্বীকার করেছে। নয়ারহাটে এই ডাকাতদলের ২৫-৩০ জন সদস্য ছিল। এরা সবাই মাদারীপুর ও শরীয়তপুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা দায়ের করে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।