রংপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় এক যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলায় আহতের ঘটনায় রিফাত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হামলার সময় ব্যবহৃত চাপাতি, ছিনতাই হওয়া মানি ব্যাগ, টাকা এবং মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত রিফাতের নেতৃত্বে একটি মাদকাসক্ত সিন্ডিকেট ওই এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত। সে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে মোবাইল, মানিব্যাগ , হামলার ঘটনায় ব্যবহৃত চাপাতি ও ভাগে পাওয়া ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রিফাত আশরতপুরের মৃত আব্দুর রহিমের ছেলে। তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিমের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।