শিক্ষার্থীরা যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে : ডিএনসিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুর এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পরিদর্শনে গিয়ে একথা বলেন মেয়র। তিনি জানান, এরই মধ্যেঢাকার ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান চালানো হয়েছে। এরপরও যদি কোনো অভিযোগ থাকে, তবে তা ঢাকা অ্যাপসে জানানোর আহ্বান জানান তিনি। মেয়র আতিক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের তথ্য ঢাকা শিশু হাসপাতাল থেকে সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে শিশুদের সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।