প্রায় দেড় বছর পর উৎসবমুখর পরিবেশে খুললো সারাদশের স্কুল-কলেজ-মাদরাসা
- আপডেট সময় : ০২:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
প্রায় দেড় বছর পর উৎসবমুখর পরিবেশে খুললো সারাদশের স্কুল-কলেজ-মাদরাসা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছে সবাই। স্কুলে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থী-শিক্ষকসহ সবাই। উচ্ছ্বাস থাকলেও অভিভাবকদের মধ্যে রয়েছে উদ্বেগ-উৎকন্ঠা।
রাজশাহীর স্কুল-কলেজে সকাল থেকেই শুরু হয়েছে ক্লাস। প্রথম শিফটে এসএসসি পরীক্ষার্থী, দশম ও পঞ্চম শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এদিকে, নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম দিনের ক্লাস পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। তিনি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
দেড় বছর পর, সারাদেশের মতো চট্টগ্রামেও খুললো শিক্ষা প্রতিষ্ঠানের তালা। শিক্ষার্থীদের বরণ করে নিতে বিদ্যালয়গুলোতে ছিলো বর্ণাঢ্য আয়োজন।
ময়মনসিংহে সকাল থেকেই বিদ্যালয়ের গেটে ছিলো শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। তবে, প্রধান গেইটেই আটকে দেয়া হয় অভিভাবকদের। নির্ধারিত সময়ে সারি বেধে তাপমাত্রা মেপে স্যানিটাইজ করে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের।
সকাল ৮ টা থেকেই সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। বিভিন্ন স্কুলে আলাদা আলাদা ক্লাসের সময় দেয়ায় শহরে ভিড় অনেকটাই কম হয়েছে।
গাজীপুরে সকালেই পরিপাটি স্কুল ড্রেস পরা শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। স্কুল ফটকে শিক্ষকরা দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানিয়েন শিক্ষার্থীদের। স্কুল প্রাঙ্গনকে সাজানো হয়েছে বাহারি সাজে।
ফরিদপুরে স্কুল-কলেজগুলো বর্ণিলভাবে সাজানো হয়েছে। শিক্ষকদের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরে, দুরত্ব বজায় রেখে ক্লাস করেছে শিক্ষার্থীরা।
সতের মাস বন্ধ থাকার পর জামালপুরে খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষার্থীদের পাঠদান শুরু করা হয়েছে।
দিনাজপুরে দু’হাজার ৯৬০টি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলেছে। প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের মাস্ক দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্বও মানা হচ্ছে।
এছাড়া- ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নেত্রকোনা, যশোর, নড়াইল, পঞ্চগড়, নওগাঁ, পটুয়াখালী, কুষ্টিয়া, মেহেরপুর, খাগড়াছড়ি, মানিকগঞ্জেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।