দিনাজপুরের পুনর্ভবা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পুনর্ভবা নদীতে ডুবে দুই শিশু মারা গেছে।
দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন শিশু দুপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে গেলে পানির তোড়ে ভেসে যায় দু’জন। পরে তাদের অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে স্থানীয়রা। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে কাহারোল থানা পুলিশ। নিহত ওই দুই শিশুর নাম মারুফা ও শামীম হোসেন। তারা দু’জনই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।