রাজশাহীতে পাখির ছানা হত্যায় ৩ কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলা
- আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে পাখির ছানা হত্যায় ৩ কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রামেক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তর। এদিকে পাখি হত্যায় জড়িতদের বিচার দাবিতে মাঠে নেমেছে বিভিন্ন সংগঠনও। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে ড্রেন নির্মাণের সময় কাটা পড়ে কয়েকটি গাছ। এসময় মাটিতে পড়ে যায় বাসা বেঁধে থাকা পাখির ছানাগুলোও। পরে হাতে নাগালে পেয়ে অনেকেই নিয়ে যায়। ঘটনাস্থলে মারাও যায় কয়েকটি।
এ ঘটনার জানাজানি হলে সরেজমিন পরির্দশন করেন বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তিন কোটি টাকার ক্ষতি দাবি করে মামলা করা হয়। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে মাঠে নেমে বিভিন্ন সংগঠন বলছে, রাজশাহীতে সম্প্রতি অনেক ঘটনা আছে, যা দায়ভার নিতে হবে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে।
তবে রামেক হাসপাতালে পাখির ছানার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিচালক বলেছেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।