খুলনা মহানগরীর বেশিরভাগ সড়ক এখন খানাখন্দে ভরা
- আপডেট সময় : ০৫:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সংস্কারের অভাবে খুলনা মহানগরীর বেশিরভাগ সড়ক এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা। বৃষ্টির মধ্যে ড্রেনের কাজে দুর্ভোগ আরও বাড়ছে। সংস্কার না হওয়ার জন্য সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতা সবচেয়ে বড় বাধা বলে মনে করে, সুশানের জন্য নাগরিক– সুজন।
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার এম এ বারী লিংক রোডে চলাচলের পরিবেশ নেই। বর্ষায় খানাখন্দ বড় হয়ে কাঁদা-পানি জমে থাকায় এটি মরণফাঁদে পরিণত হয়েছে। নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে শিপইয়ার্ড হয়ে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কেরও বেহাল দশা।
শহরে ঢোকার সব ক’টি সড়কের অবস্থা বেহাল। সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত মুজগুন্নি সড়কও চলাচলের অযোগ্য হয়ে পরেছে।
দায়িত্বশীলদের অবহেলায় সড়কগুলো যথাযথভাবে নির্মাণ হচ্ছে না বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক — সুজন।
বাস্তুহারা লিংক রোড উন্নয়নে ২৪ কোটি টাকার কাজ হাতে নিয়েছে এলজিইডি। কেডিএ’র আওতাধীন সড়কেও পর্যায়ক্রমে কাজ করা হবে বলে জানায়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ।
করোনার কারণে অনেক কাজ থমকে গেছে। শুষ্ক মৌসুমে টেন্ডারের মাধ্যমে রাস্তাঘাট ঠিক করা হবে বলে জানান, সিটি মেয়র।
মহানগরে এক হাজার ২১৫টি সড়কের মোট দৈর্ঘ্য ৬৪০ কিলোমিটার। এর মধ্যে বেশিরভাগই বেহাল দশায় পরিণত হয়েছে।