শিক্ষা পদ্ধতিকে আরো যুগোপযোগী করা হচ্ছে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা পদ্ধতিকে আরো আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার দিকে বেশি নজর দিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন তিনি।
সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেশ করার সময় তিনি এ আহ্বান জানান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন এ রূপরেখা উপস্থাপন করে। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা অবৈতনিক করা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ সরকার একের পর এক পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার কোন বিকল্প নেই বলে জানান তিনি। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষার আগ্রহ গড়ে তুলতে শিক্ষা-সহায়ক নানা কার্যক্রম বাস্তবায়নের উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।