মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চার শিক্ষককে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে মহিলা মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চার শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে তাদেরকে ওই মাদ্রাসা থেকে আটক করা হয়। এসময় অন্য শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে তুলে দিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেয়া হয়। পুলিশ জানায়, ইসলামপুরের বাংলাবাজার এলাকায় দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসা থেকে রবিবার ভোরে মীম আক্তার, সূর্যবানু ও মনিরা নামের দ্বিতীয় শ্রেণীর তিন শিক্ষার্থী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় সোমবার বিকেলে মাদরাসার মুহতামিম ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: আসাদুজ্জামানসহ চারজনকে আটক করা হয়েছে।