সবজির চাষ বেশি হলেও পাইকারি বাজারে দাম পাচ্ছে না কৃষক
- আপডেট সময় : ০৮:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ঘেরের আইলে বিষমুক্ত সবজির চাষ করে গত কয়েক বছর সফলতার পাশাপাশি ভাল দাম পাচ্ছে কৃষকরা। তবে এবছর সবজির চাষ বেশি হলেও পাইকারি বাজারে দাম পাচ্ছে না স্থানীয় কৃষকরা। কারণ হিসেবে বাজার কর্তৃপক্ষের নজরদারির অভাব ও অবহেলাই দায়ী বলে মনে করেন কৃষকরা।
জেলার সাত উপজেলায় ধান চষের পাশাপাশি মৎস্য ঘেরের আইলে বিষমুক্ত উপায়ে সবজির চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করে লাউ, করলা, মিষ্টি কুমড়া, ঝিঙে, বরবটি, শিম, জালি কুমড়া, খিরাই। আর মৎস্য ঘেরের আইলে শোভা পাচ্ছে ঢেড়স, পুইশাক, পেঁপেসহ বিভিন্ন সবজি। কৃষকরা জানায়, জেলার উৎপাদিত সবজি ব্যবসায়িরা বাজার থেকে পাইকারি কিনে খুলনা ও ঢাকাসহ সারাদেশের বাজারে সরবরাহ করছে। তবে এবছর উৎপাদিত সবজি পাইকারি বাজারে ভাল দাম পাচ্ছেনা বলে অভিযোগ এ অঞ্চলের কৃষকদের।
জেলায় এ বছর ৬ হাজার ৮২০ হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে। চাষিদের সব ধরণের সহযোগিতার পাশা-পশি বিষমুক্ত সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে বলে জানায় জেলা কৃষি বিভাগ।
কৃষকরা যাতে ন্যায্য দাম পায়। সে লক্ষ্যে বাজার মনিটরিং এর ওপর জোর দিচ্ছে চাষীরা।