যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট আফগান শরণার্থীদের সহায়তায় কাজ করবেন
- আপডেট সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৭২০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট- রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্র্যাট দলীয় বিল ক্লিনটন ও বারাক ওবামা দেশটিতে বসবাসরত আফগানদের সাহায্য করার জন্য নতুন একটি জোটকে সমর্থন করছেন। সাবেক এই নেতারা এবং তাদের স্ত্রীরা শরণার্থীদের সহায়তায় কাজ করবেন।
পরিষদটি ২৮০ জনেরও বেশি ব্যক্তি ও সংস্থার সমর্থন পেয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট কর্প, স্টারবাকস কর্প, সিভিএস হেলথ করপোরেশন এবং এয়ার বিএনবি ইনকরপোরেটেড। পাশাপাশি অসংখ্য লাভজনক সংস্থা ও প্রবীণদের দলও রয়েছে। এছাড়া বেশকিছু রিপাবলিকান এবং ডেমোক্রেট দলীয় বর্তমান ও সাবেক গভর্নর এবং মেয়ররাও জড়িত। নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার অভিযোগে বুশ আফগানিস্তানে আক্রমণ শুরু করেন। এরপর প্রেসিডেন্ট ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের অধীনেও যুদ্ধ অব্যাহত ছিল। জো বাইডেন ক্ষমতায় আসার পর চলতি বছরের আগস্ট পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকে।