চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার জোট ঘোষণা
- আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
নতুন ত্রিপক্ষীয় জোটের ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। নতুন এ নিরাপত্তা জোট গঠন করা হবে মূলত চীনকে মোকাবেলা করতে।
চীনের উত্থান মোকাবেলায় নিজেদের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করে নিতেই এ বিশেষ নিরাপত্তা জোটের ঘোষণা দিয়েছে দেশ তিনটি। এর ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিধর সাবমেরিন বানানোর সুযোগ পেতে যাচ্ছে। তিন দেশের এ জোটকে ডাকা হচ্ছে ‘অকাস’ নামে। তারা নিজেদের মধ্যে যেসব প্রযুক্তি ভাগাভাগি করে নেওয়ার কথা বলছে তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তিও আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক যৌথ বিবৃতিতে ‘অকাস’ নামের ত্রিপক্ষীয় এই নিরাপত্তা অংশীদারিত্বের ঘোষণা দেন।