ফেনীতে দারিদ্র বিমোচন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ফেনীতে হত দরিদ্র প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এ অনিয়মের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে ইউপি চেয়ারম্যান ও তার কার্যালয়ের কর্মকর্তারা। গ্রামের গরীব কর্মহীনদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করে সরকার। তবে তালিকায় অনেক প্রভাবশালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সাপ্তাহে পাঁচদিন কর্মহীন প্রান্তিক শ্রমজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসৃজন প্রকল্পটি চালু করা হয় । প্রকল্পেটিতে বছরে দু’বার ২৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। এতে তালিকা ভুক্ত নারী ও পুরুষ শ্রমিকরা ৮ হাজার টাকা করে পাওয়ার কথা। কিন্ত কাজ শেষে শ্রমিকরা এ টাকা পাচ্ছে না এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে পিআইও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান এর কার্যালয়ে একাধিক বার যোগাযোগ করা হলেও। কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে জানা যায়, জেলায় অতি দরিদ্রদের তালিকায় যাদের নাম রয়েছে। তাদের বেশিরভাগ সচ্ছল পরিবারের সদস্য। বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
প্রতিটি প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ডে থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। শুধুমাত্র বিল উত্তোলনের সময় ফেস্টুন লাগিয়ে ছবি তোলা হয় বলে অভিযোগ স্থানীয়দের।