বিএনপি নেতাদের ভুমিকাও প্রশ্নবিদ্ধ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিয়ে স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি। বিএনপি’র নিয়মিত অসত্য বক্তব্য দেয়া রেওয়াজে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির কল্পিত অভিযোগ এখন রোজনামচায় পরিণত হয়েছে।
এ সময় সরকারের আচরণ নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগেরও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব এবং ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাব, ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।